বাক্ ১০৭ : জয়দীপ চট্টোপাধ্যায়



কনকিউবাইন 

কত প্রত্যাশা, হারানো জন্মের তৃষিত চাহনী 
ভিন্ন মুদ্রার হাতছানি - 
মধ্যে বোধিসত্ত্ব স্থির।
ওই ছায়া বিভ্রম, শুধু ঠাণ্ডা মশালের রেখে যাওয়া দাগ! 

আরও একটা রাতের পর, আফসোস মর্মর।
থালা ভর্তি ছড়িয়ে আছে আরবী খেজুর। 
বিপত্নীক ব্যর্থ সম্রাট... কত হাত, কত রাত... 
একটাও রাখা গেল না! 

আলুর কাছে জব্দ বিরিয়ানী,
খোসা ছাড়াতেই হেসে ফেলে খাস বাওয়ার্চি 
কিছু টুকরো তারও ভাগে থাকে! 
থেকে যায় - ফেলে দেওয়া নবাবী আতর। 


প্রিয় কটাক্ষ, বাঁকা ঠোঁট আর তর্জনীর উজ্জ্বল আংটি 
সরিয়ে রাখলে দেখবে -
তুমিও কারও জন্য অনেকেরই একজন,
ঠিক যেমন কেউ কেউ তোমার জন্য -
যজ্ঞের দারুকাষ্ঠ হয়ে ধিকিধিকি জ্বলে... সবটুকু ছাই হ'লে ডানা পাবে বলে। 


কামড় 

লেবু'র কথা শুনেই, কমলা ভেবে নিলে 
        যেন 'পাতি' হওয়া মধ্যবিত্তের পাপ।
অথচ লেবুগন্ধ বার্লি, আর সুঠাম তক্তপোষ,
         সে দুপুর দীর্ঘজীবি হোক!
নিরাপদ উচ্চতা থেকে ঠিকই আন্দাজ করেছ;
          পিঁপড়ের সারিতে রয়েছি আমিও। 
এবার তোমারই সেই সুগন্ধী কমলার খোসা, কোয়া, সুবাস 
          ছাড়াতে ছাড়াতে... ছড়াতে ছড়াতে; নামো। 
পরিচিত দংশন রেখা, শিরায় শীতগন্ধ রস... এতই অচেনা?
         আমিও না হয় রসদ নিয়ে ঠোঁটে, অনুসরণ করি। 
মাঝে মাঝে পেছন ফিরে সুর করে বলি - 
        "সেদিন না আসা... ছিল পিছুটান ছল। 
          আজ কার বদনাম... গা ছুঁয়ে বল?" 



অথচ, সমান্তরাল পথে হয়ত কয়েক মাইল এগোলেই দেখতে 
                       দীর্ঘ সারির শুরুতে কোথাও... 
পরমান্নর টুকরো আঁকড়ে শূন্যদৃষ্টি অন্য এক তুমি, স্থির বিশ্বাসী - 
                     রসই সার... লেবু তুচ্ছ, কৌলীন্যহীন!  



                                        (চিত্রঋণ : ফেয়ারওয়েল মাই কনকিউবাইন)


10 comments:

  1. "তুমিও কারও জন্য অনেকেরই একজন
    ঠিক যেমন কেউ কেউ তোমার জন্য-
    যজ্ঞের দারুকাষ্ঠ হয়ে ধিকিধিকি জ্বলে...সবটুকু ছাই হলে ডানা পাবে বলে"
    অথবা
    "অথচ,সমান্তরাল পথে হয়ত কয়েকমাইল এগোলেই দেখতে
    দীর্ঘ সারির শুরুতে কোথাও...
    পরমান্নর টুকরো আঁকড়ে শূন্যদৃষ্টি অন্য এক তুমি,স্থির বিশ্বাসী-
    রসই সার...লেবু তুচ্ছ,কৌলিন্যহীন!"
    কি অমোঘ অথচ অসাধারণ উচ্চারণ...

    ReplyDelete
  2. Sotyi bolbo... Apnar godyo borabor Amar beshi priyo, kintu ei duto kobita porar por Mone holo era kono ongsho apnar godyer cheye kom Na... Besh bhalo laglo... Bisheshoto prothom kobitar sheshe tuimi karo jonyo ongsho...
    - Alokparna

    ReplyDelete
  3. ভীষণ ভালো লাগলো জয়দীপ ৷ তবে আপনার কলম গল্পে অনেক বেশি কথা বলে ৷ অনবদ্য ৷

    ReplyDelete
  4. দুটি কবিতাই দারুণ, বিশেষকরে কনকিউবাইন

    ReplyDelete
  5. পড়লাম। ভালো লাগলো 'কনকিউবাইন' কবিতাটি। কবির জন্য ভালোবাসা রেখে যাই...

    ReplyDelete