বাক্ ১০৭ : রেনেসাঁ সাহা



লাভ-স্টোরি


লাভস্টোরি 


মাফলার
কুরুশকাঁটা
ছোপ ছোপ মা...


সব মায়েরই একটা করে কুরুশকাঁটা থাকে
আর সব বাবারই একটা করে মাফলার...




লাভস্টোরি 


এক পাটি জুতো... শুকতারা...
সিন্ড্রেলা উড়ে যাচ্ছে... মিশে যাচ্ছে গ্যালাক্সিতে




লাভস্টোরি 


মীরা--কৃষ্ণ

প্রেম আসলে মরণের মতো শুনতে ভজন




লাভস্টোরি 


প্রেমিকের মতো যাওয়া...
দু-জিভ দিয়ে ...লিকিং

অনিচ্ছুক বেশ্যার মতো...




লাভস্টোরি 


আমিও তো ভালবাসতাম
আমি ভালোবাসতাম  কই?

ফাঁপা হৃদপিন্ড

রাস্তা ফুরোয় না... নিজের ভেতর...নিজের আধখোলা... “তারে ধরি ধরি মনে করি




লাভস্টোরি 


রামধনু ইল্লিগ্যাল


তবু তারা আকাশ বাঁধতে চেয়েছিল ঘরের মতো করে...


                                                        (শিল্পঋণ : রদ্যাঁ)

13 comments:

  1. প্রতিটি লাভস্টোরি চমৎকার।

    ReplyDelete
    Replies
    1. পড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা

      Delete
  2. AMAR SESHER EKDOM SESH LINETA SEI LEGECHE....@AVISHEK

    ReplyDelete
    Replies
    1. ইয়াস। হামকো পতা হ্যায়। হুব্বা হুব্বা

      Delete
  3. ১, ৭ খুব ভালো লেগেছে

    ReplyDelete
    Replies
    1. পড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা

      Delete
  4. Replies
    1. পড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা

      Delete
  5. মন্তব্য জানিয়েছি। আবারও মুগ্ধতা রেখে যাই...

    ReplyDelete
    Replies
    1. কৃতজ্ঞতা প্রিয় কবি...<3<3

      Delete
  6. দু-তিন বার ভাল করে ওপর নিচ করে দেখলাম, লাভ স্টোরি ৬ কোথায়?
    নাকি সাতে-পাঁচে থাকা বা না-থাকার ইঙ্গিত দিয়ে ৬ কে সরিয়ে নেওয়া? :)

    খুব ভাল লাগল পড়ে। পাথরের ওপর খোদাই ছোট ছোট পংক্তির মত। রদ্যাঁঁর ভাস্কর্যের ছবি দেওয়া সার্থক।

    ReplyDelete
    Replies
    1. ৭-এ আর ৫-এ থাকতেই হয়।

      কৃতজ্ঞতা পড়ে মতামত দেবার জন্য। - রেনেসাঁ

      Delete