বাক্ ১০৭ : শম্পা মাহাতো



।।স্টার্টোকিউমুলাস।।

ধীরে ধীরে জড় হচ্ছ‌ে মেঘ কাল‌ো, ধূসর!
ঢ‌েকে যাচ্ছ‌ে টুইঙ্কল টুইঙ্কল ল‌িটল, স্টার!
হ‌েঁট‌ে যাচ্ছ‌ি মন খারাপ পাড়িয়ে, রাস্তা! 
তুম‌ি কী ভার্চুয়াল হত‌েও পারো না, একবার!

এর আগ‌েও একা হয়‌েছিলাম হয়ত, অন্যরকম!
আমার আশ‌েপাশ‌ে ছায়া ক‌িম্বা তুম‌ি, স্পর্শে!
সহসা অথবা ক্রমে কম‌ে আসছ‌ে, আলো!  
অক্ষরে ভর করে ফুটত‌ে চাইছ‌ে যণ্ত্রনা, ব‌িষম!  

অবহ‌েলা অবসাদ ক্লান্ত‌ি যারা শব্দ, নয়!
ন‌িষ্ঠুর আব‌েগ আর ছুঁয়‌ে থাকা, অনুভূত‌ি!
আমি চ‌িৎকার করে ডাকত‌ে চাইছ‌ি, তুমি!
নেই থ‌েকে বৃষ্ট‌ি নামল‌ে ভেজাতাম, শুষ্কতা!

চ‌োখ মুখ কী অব‌িকল একইরকম, নাড়‌ি!
কেটে ছিলে তাও বুঝি কিছুটা, আংশিক!   
ম‌েঘ ঢুকছ‌ে হুহু করে বিবর্ণ ধূসর,কালো!    
কীভাবে হেঁটে যাবো এই ধু ধু, বালিয়াড়ি!

তবুও না হয় ব‌িশ্বাস‌ে অকাতর আগল‌ে, রাখ‌ো!
মুঠ‌োয় নাও আমায় শুধুমাত্র, খানিকক্ষণ!
প‌েতে দাও আঁচল, বৃষ্টি না হোক ছায়া, ঘনাও!
সত্য অর্ধসত্য অথবা মিথ্যা যে কোনো, বাহানায়!

                        (চিত্রঋণ : ফ্রিডা কাহলো)

17 comments:

  1. স্টার্টোকিউমুলাস তো কিউমুলোনিম্বাসের আভাস দিয়ে গেল আমাকে...

    ReplyDelete
    Replies
    1. সে সম্ভাবনা নেই উড়িয়ে নিয়ে গেছে অকালবৈশাখি।

      Delete
  2. খুবই ভালো লাগল শম্পা।

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ধন্যবাদ,দাদা।

      Delete
  3. DIDI.....KHUB KHUB KHUB KHUB BHALO............AMRAI NA BONDHU BANDHOBDER LEKHA CHAPAI NA,,,,, LEKHA CHAPAI,,,ASOLE ETO DUKHHYO TOH OI JONNYO CHITKAR KORE FELI.....ORA CHAPAY BONDHUDER LEKHA...ANEK ANEK BHALO ESOB LEKHA,,,OI MANDRAKANTA FANTA THEKE........ HA TULANAI KORBO...... KOBITAKE PASHA PASHI REKHE KORCHI TULONA,,,EBARER TATHHYA KENDRA TA KINE,,,PORE DEKHBEN.......KENO BOLLAM....

    ReplyDelete
    Replies
    1. NISCHOI TOMAR BOKTYOBER VITTI ACHE, KARON TOMAR CHINTARA GOVIR. AMI PORE DEKHBO TATHHYA KENDRA. KINTU BHAI, ANTORIK VABE BOLCHI CHERE DAO EISOB AR AMRA ARO BESHI KORE LEKHAY MON DI. AMADER LEKHAGULO CHORIYE PORUK MOHAKALER POTHE POTHE.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. লিটল স্টার দিয়ে মেঘ ঢেকে যাচ্ছে
    মন খারাপ পাড়িয়ে হেঁটে যাচ্ছো তুমি
    মন ছুঁয়ে আছে কোনও অন্ধকার
    আর
    মরুভূমির বুকে বৃষ্টি না আসুক , ছায়া এলেও তো সুখ পাওয়া যাবে
    ...
    এই সুন্দর ভাবনাগুলো ভালো লেগেছে
    আঁকড়ে ধরেছে মন কে

    ReplyDelete
    Replies
    1. আপনার মন্তব্য প‌েয়ে ভাল‌ো লাগছ‌ে।

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  5. খাসা কিন্তু,লেখা চমতকার। লেখার ধরনটাও।মানে, ওই কমা দিয়ে শেষ শব্দ টা। স্বাবালক লেখা প্রচার কম কিন্তু সেই তুলনায়।

    ReplyDelete
    Replies
    1. এভাবেই পাশে থেকো।

      Delete
  6. অন্য কোন ভ্রুক্ষেপ নেই, নিজের লেখাটি লিখে যাবার এই সাধনাকে সম্মান করি, শম্পা।

    ReplyDelete
    Replies
    1. দাদা, আপনার মন্তব্যে অক্সিজেন পেলাম।

      Delete
  7. Replies
    1. সঙ্গ‌ে থাকার জন্য ধন্যবাদ।

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete