বাক্ ১০৭ : অভি সমাদ্দার



হৃদি-কেয়ারি আলো
দু'পাশে দীর্ঘ শালবন

আলোর,পাঁড় নিটোল দেশ
আলোর, টাঁড় দুঃখ স্বভাব

দূরে লেখার মেরুকরণ
দূরে নেশার মেরুকরণ

তাই হাস্য হাস্য ঘুরি
আহা পাত্তা হারানো লোক


শুধু সহজবধূ ঘাটো
ছলাৎ সৃজনই সম্বল!

                        (চিত্রঋণ : Johannes Vermeer)

8 comments:

  1. সৃজনই সম্বল, সত্যি।

    ReplyDelete
  2. BHALO LAGLO.......KE PATTA HARANO LOK???

    ReplyDelete
  3. অভির এই বলাটুকু ভীষণ মরমী ! ভালোলাগা...

    ReplyDelete
  4. পাঠে আসার জন্য কৃতজ্ঞ

    ReplyDelete
  5. মাসুদারদা,আপনি পড়েছেন,এটাই আমার কাছে অনেক পাওয়া।

    ReplyDelete